Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

উপজেলা শিক্ষা অফিসের তালিকা প্রকাশ

মির্জাপুরে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ হলেন যারা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৪:০৭ পিএম


মির্জাপুরে প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ঠ হলেন যারা

টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের তালিকা প্রকাশ করেছে উপজেলা শিক্ষা অফিস। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) উপজেলা শিক্ষা অফিস তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বরা হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ নূরুল আলম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার মো. ইমরান হোসেন, বরটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টানা তৃতীয়বার শ্রেষ্ঠ প্রধান মো. আজিজুর রহমান, গোড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা কবিতা রায়, সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ কাব শিক্ষক রীনা রায়, খাগুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক আব্দুল মালেক মিয়া, মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা আঞ্জুমানারা আক্তার, উপজেলা শিক্ষা অফিসের শ্রেষ্ঠ কর্মচারী অফিস সহকারী কাম-কম্পিউটার মনির উজ জামান, ঝড়ে পড়ারোধে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ নাজিরপাড়া মীর ছাদত হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সদস্য সচিব শর্মিষ্ঠা রানী মজুমদার জানান, বাছাই পর্বের মাধ্যমে উপজেলা পর্যায়ে যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের তালিকা জেলাতে পাঠানো হয়েছে।

এসময় তিনি সকল শ্রেষ্ঠত্বদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিআরইউ

Link copied!