Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

কালিয়াকৈরে ট্রাকচাপায় কারখানার ২ শ্রমিক নিহত

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:

সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৫:৫৬ পিএম


কালিয়াকৈরে ট্রাকচাপায় কারখানার ২ শ্রমিক নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় দুইজন পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করেন তারা।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে গাজীপুরের  ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকরা ওই এলাকার স্টারলিং কারখানায় কর্মরত ছিল। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ওই স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে স্টারলিং নামে ওই কারখানায় দুপুরের বিরতি দিলে শ্রমিকরা খাবার খেতে বের হন। এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় উত্তরবঙ্গগামী মালবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে শ্রমিকদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আয় আরও ৩ জন। আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এদিকে কারখানার অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেয়। এতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে আন্দোলন করছে।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাক চাপায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় শ্রমিকরা ট্রাকে আগুন দিয়েছে এবং সড়ক অবরোধ করেছে।

বিআরইউ

Link copied!