Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জামালপুরে ব্র্যাকের উদ্যোগে গাছের চারা বিতরণ

জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৬:১৪ পিএম


জামালপুরে ব্র্যাকের উদ্যোগে গাছের চারা বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে জামালপুর জেলা সদরে দিনব্যাপী গাছের চারা বিতরণ ক্যাম্পেইন কর্মসূচি করা হয়েছে।

মঙ্গলবার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

চারা বিতরণের কর্মসূচি অনুযায়ী পৌরসভার বেলটিয়া উচ্চবিদ্যালয়, শরিফপুর ইউনিয়নের শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আম, কাঁঠাল ও নিম গাছের চারা বিতরণ করা হয়।

চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি।

এ সম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক- ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের এরিয়া কো- অর্ডিনেটর মো. জিল্লুর রহমান, জেলা সমন্বয়ক আহম্মেদ ওমর ফারুক, বেলটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান, বেলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন আক্তার শিরিন, শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন পারভীন, শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমিরুল ইসলাম, ব্র্যাক অধিকার এখানে এখনই প্রকল্পের জেলা ইয়ুথ মোবিলাইজার মোছা. কাকলি আক্তার, অফিসার সেল্ফ অফিসার মো. আলমগীর হোসেন  প্রমুখ।

ইএইচ

Link copied!