Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

নবাবগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৬:২০ পিএম


নবাবগঞ্জে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান

পরিষ্কার, পরিচ্ছন্ন ও আগামীর সুন্দর নবাবগঞ্জ গড়ে তুলতে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে যুক্ত শিক্ষার্থীরা ঢাকার নবাবগঞ্জে পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে।

তারই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুর ১২টায় পরিচ্ছন্ন অভিযানের অংশ হিসেবে তারা উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ড্রাম (রঙিন ডাস্টবিন) বসায়।

নবাবগঞ্জ উপজেলা পেশাজীবী পরিষদের অর্থায়নের এ পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে তারা।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ইমরান শুভ বলেন, রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আমাদের এই দেশকে সুন্দর দেশ হিসেবে গড়ে তুলতে হবে। তবেই বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের আত্মা শান্তি পাবে। আমরা নবাবগঞ্জ উপজেলাকে পরিচ্ছন্ন রাখতে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট, বাজার, মসজিদ-মাদরাসা, সরকারি-বেসরকারি অফিস ভবনের সামনে ময়লা ফেলার প্লাস্টিক ড্রাম স্থাপন করবো। আমরা আশা করবো আমাদের এই পুরস্কার পরিচ্ছন্ন কার্যক্রম সবাই সমর্থন করবেন।

এ সময় উপস্থিত ছিলেন, ফয়সাল হোসেন, সাফায়েত হোসেন খানসহ বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!