Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪,

এই আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটে: সমন্বয়ক সারজিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৭:৩২ পিএম


এই আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটে: সমন্বয়ক সারজিস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমসহ দশ জনের একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জে এসেছেন।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অক্টো অফিস সংলগ্ন বাংলা ভবন কমিউনিটি সেন্টারে আসেন তারা। এ সময় প্রতিনিধি দল বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় সমন্বয়ক সারজিস আলম বলেন, এই আন্দোলন শুধু ছাত্রদের ছিল না। এই আন্দোলন ফ্যাসিস্ট সরকারের দোষর বাদে সমগ্র মানুষের আন্দোলন ছিল।

এই আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান ঘটে। এই গণঅভ্যুত্থানের পর জনগণের একটি বিশাল আস্থার জায়গা আমাদের উপর অর্পিত হয়েছে। এই আস্থার জায়গাটা কে বা কারা যেন প্রভাবিত করার চেষ্টা করছে। এমনকি নামটা ব্যবহার করে অনেকেই অপকর্ম করতে শুরু করেছে।

তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের ছাত্র সমাজ সহযোগিতা করতে হবে।

আবার যেন কোন অপশক্তি মাথা জাগিয়ে না উঠতে পারে সেদিকে ও সজাগ থাকতে হবে।

ইএইচ

Link copied!