Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

নতুন বাংলাদেশে পুলিশ থাকবে জনগণের সেবায়: পুলিশ সুপার আরেফিন জুয়েল

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ১০, ২০২৪, ০৯:০৩ পিএম


নতুন বাংলাদেশে পুলিশ থাকবে জনগণের সেবায়: পুলিশ সুপার আরেফিন জুয়েল

খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে জেলা পুলিশের আয়োজনে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, নতুন বাংলাদেশে পুলিশ থাকবে জনগনগনের সেবায়।

খাগড়াছড়ি জেলায় নানা জাতি গোষ্ঠীর বসবাস উল্লেখ করে তিনি সৌহার্দ্য সম্প্রীতি রক্ষায় গণমাধ্যমকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং পুলিশকে সহায়তার অনুরোধ জানিয়ে নতুন বাংলাদেশের স্বাধীনতায় শহিদদের শ্রদ্ধা জানিয়ে জনগণকে সর্বোচ্চ সহযোগিতা করে এ জেলাকে সুন্দর পরিবেশ দেয়ার প্রতিশ্রুতি দেন।

কোনো মাদক কারবারিদের ছাড় দেয়া হবে না জানিয়ে নবাগত পুলিশ সুপার প্রতিটি অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম, সহকারী পুলিশ সুপার সৈয়দ রায়হান উদ্দিন, খাগড়াছড়ি প্রেসক্লাবে সভাপতি তরুণ ভট্টাচার্য্য, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জসীম উদ্দিন মজুমদার, (ডিআই-ওয়ান) ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন, খাগড়াছড়ির সদর থানার ওসি আবদুল বাতেন মৃধা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!