Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ভালুকায় লড়ি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৯:৫৫ এএম


ভালুকায় লড়ি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

ময়মনসিংহের ভালুকায় লড়ি-মোটরসাইকেলের সংঘর্ষে মো. সাকিবুল ইসলাম সিয়াম (১৯) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। নিহত সিয়াম ময়মনসিংহ নাসিরাবাদ কলেজের প্রথম বর্ষের ছাত্র।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভালুকা-মল্লিকবাড়ী আঞ্চলিক সড়কের বর্তা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মোটরসাইকেলে দুই বন্ধু সিয়াম ও রিজন মিলে মল্লিকবাড়ী ব্রিজে ঘুরতে যাওয়ার পথে দ্রুত গতির একটি লড়ি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিয়াম মারা যায়। রিজন চিকিৎসাধীন রয়েছে।

সিমায় উপজেলার কাচিনা ইউনিয়ন তামাট এলাকার সানোয়ার হোসেনের ছেলে বড় ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, পরিবারের আবেদন প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। ঘাতক লড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে।

ইএইচ

Link copied!