Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

খাগড়াছড়িতে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৪, ১২:২২ পিএম


খাগড়াছড়িতে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি জেলা পুলিশের আগস্ট-২০২৪ মাসের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যাণ সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল। কল্যাণ সভায় তিনি ফোর্সের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শুনেন এবং ফোর্সের কল্যাণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় খাগড়াছড়ি জেলার নবাগত পুলিশ সুপার আরেফিন জুয়েল।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ ও পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ জসীম উদ্দিন, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল আলম সহকারী, পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হানসহ জেলার সকল ইউনিটের ইনচার্জরা উপস্থিত ছিলেন।

অপরাধ পর্যালোচনা সভা শেষে নবাগত পুলিশ সুপার পুলিশ লাইন্স মেসে অফিসার ও ফোর্সদের সাথে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।

ইএইচ

Link copied!