Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভোলার নতুন পুলিশ সুপার শরীফুল হক

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৪, ০১:৪৫ পিএম


ভোলার নতুন পুলিশ সুপার শরীফুল হক

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে দ্বীপ জেলা ভোলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক।

মঙ্গলবার জেলা পুলিশ সুপার হিসেবে সদ্য পদায়নকৃত মুহাম্মদ শরীফুল হক পুলিশ সুপারের কার্যালয় পৌঁছালে জেলা পুলিশ ভোলার পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করা হয়।

পরবর্তীতে নবাগত পুলিশ সুপার ও বিদায়ী পুলিশ সুপার মো. মাহিদুজ্জামানের মধ্যে দায়িত্বভার হস্তান্তর গ্রহণ অনুষ্ঠিত হওয়ার মধ্যদিয়ে পুলিশ সুপার হিসেবে ভোলা জেলার দায়িত্বভার গ্রহণ করেন শরীফুল হক।

এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নবাগত পুলিশ সুপারকে বরণ করা হয়।

জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশলাদি বিনিময় করেন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার মো. শরীফুল হক এর আগে ইনসার্ভিস ট্রেনিং সেন্টার সিরাজগঞ্জে কর্মরত ছিলেন।

ইএইচ

Link copied!