Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বগুড়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৪, ০১:৫৪ পিএম


বগুড়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

মাত্র একদিনের ব্যবধানে আবারো বগুড়া সদরে বখাটেদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে শহরের জয়পুরপাড়ায় এ ঘটনা ঘটেছে।

বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম জানান, নিহত রানা মিয়া (৪৬) ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। তিনি পেশায় লোহা ব্যবসায়ী ছিলেন। রানার আহত স্ত্রী রোজী বেগম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআই আব্দুর রহিম আরও জানান, বোনের বাড়িতে দাওয়াত শেষে স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরার সময় পথে মধ্যে স্থানীয় কয়েকজন বখাটে তার কাছে চাঁদা দাবি করে না পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!