Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

ধুনট (বগুড়া) প্রতিনিধি

ধুনট (বগুড়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৪, ০১:৫৯ পিএম


ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আঁখি খাতুন (২০) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাত অনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম ভরণশাহী গ্রামে এ ঘটনা ঘটে।

কলেজছাত্রী শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়ি গ্রামের আলতাফ আলীর মেয়ে ও বগুড়া সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

নিহতের মা মরিয়ম খাতুন জানান, গত ৫ মাস আগে ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্ব হরিগাছা গ্রামের আব্দুর রশিদের ছেলে রায়হানের সঙ্গে আমার মেয়ে আঁখি খাতুনের বিবাহ হয়। কিন্তু বিবাহের বিষয়টি ছেলের পরিবার জানে না। ঘটনার তিন দিন আগে আঁখি খাতুনের স্বামী রায়হান পড়াশোনার জন্য বগুড়ায় চলে যায়। তার মৃত্যুর পর তার ফেসবুক ট্যাটাস নিয়ে নানা সমালোচনা শুনতে পাচ্ছি।

মৃত্যুর আগে আঁখি খাতুন নিজের ফেসবুক আইডিতে পরপর ৩টি স্ট্যাটাসে লিখেছেন, (১) রাগ আর ত্যাড়ামি বিক্রি করা গেলে আজ আমি কোটিপতি থাকতাম..!, (২) ক্ষমা করলাম না আমি তাকে কারণ, আমি একা জাহান্নামে যেতে চাই না,, তাকে সাথে নিয়েই যাবো, (৩) আমার শুধু নিজের জন্য দু:খ হয়, নিজের মাথার ওপর হাত রাখতে ইচ্ছা হয়। নিজের জন্য মায়া হয়। নিজের জন্য চোখে পানি চলে আসে!

ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, মঙ্গলবার রাত অনুমান সাড়ে ৮টার দিকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই কলেজছাত্রী তার নিজ কক্ষে ঘরের দরজা বন্ধ কর আত্মহত্যা করে। লাশ উদ্ধারের পর পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইএইচ

Link copied!