Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মেলান্দহে সেনা সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি:

জামালপুর প্রতিনিধি:

সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৫:২১ পিএম


মেলান্দহে সেনা সদস্যের স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জামালপুরের মেলান্দহে উপজেলায় নিজ ঘরের বিছানা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধনগ্ন শাহিনা বেগম (৩৮) নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুরমুঠ ইউনিয়নের সুলতানখালী এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ শাহিনা বেগম ঐ এলাকার সেনা সদস্য আব্দুস সালামের স্ত্রী। উপজেলার আদ্রা ইউনিয়নের আলাইপাড় এলাকার গেন্ধা শেখের মেয়ে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, নিহত গৃহবধূ শাহিনার ডায়বেটিস রোগ ছিল এজন্য প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করত। তবে বুধবার সকালে তারা শাহিনাকে বেগমকে বের হতে না দেখে খোঁজ নেওয়ার জন্য বাসায় গিয়ে ডাকাডাকি করতে থাকে। এতে কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির সামনের গেইট ভেঙ্গে শাহিনা বেগমের হাত-পা বাঁধা অর্ধনগ্ন নিথর মরদেহ দেখা যায়।

পরে স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীদের জানালে সেনা-পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল যায়।

তারা ধারণা করছে, পরিকল্পিতভাবে শাহিনাকে ধর্ষণের হত্যা করে মালামাল লুটপাট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। আলামত সংগ্রহ শেষে লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।

বিআরইউ

Link copied!