পাবনা জেলা প্রতিনিধি:
সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৫:২৬ পিএম
পাবনা জেলা প্রতিনিধি:
সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৫:২৬ পিএম
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নামে চলতি বছরের মার্চে বাংলাদেশি জন্ম সনদপত্র তৈরির ঘটনা বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা সৃষ্টি করে।
এমন স্পর্শকাতর বিষয়টি নিয়ে কিছু অসাধু ব্যক্তির এই ধরনের কার্যক্রম বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হওয়ায় ব্যাপক নেতিবাচক প্রভাব তৈরি হয়। এ ঘটনায় পলাতক চক্রের ১ জনকে গ্রেপ্তার করে র্যাব।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে পাবনা র্যাবের একটি অভিযানিক দল নিলয় পারভেজ ইমনকে (২৬) গ্রেপ্তার করে।
জানা যায়, উক্ত ঘটনার প্রেক্ষিতে আমিনপুর থানায় সরকারি ডিজিটাল পরিকাঠামোতে অননুমোদিত প্রবেশে প্রতারণা এবং হ্যাকিংয়ের অপরাধে একটি মামলা হয়।
উক্ত জালিয়াতি চক্রের সদস্য নিলয় পারভেজ ইমন তার নিজ ইউনিয়ন, পাবনা জেলা সহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন শিক্ষা সনদ এমনকি পুলিশ ক্লিয়ারেন্স এর মত স্পর্শকাতর নথিপত্র তৈরি করে দেওয়ার কথা স্বীকার করেন।
বিআরইউ