Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪,

ত্বকি হত্যা মামলা

আজমেরী ওসমানের গাড়ি চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৫:৪০ পিএম


আজমেরী ওসমানের গাড়ি চালক গ্রেপ্তার

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকি হত্যা মামলায় আজমেরি ওসমানের গাড়িচালক জামসেদ শেখ (৩৬) কে গ্রেফতার করেছে র‍্যাব। 

বুধবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। 

র‍্যাব -১১ এর অধিনায়ক লে. কর্নেল তারভীর মাহমুদ পাশা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। র‍্যাব জানায় ত্বকীকে অপহরণের পর হত্যার সাথে তার সরাসরি সম্পর্ক পাওয়া গেছে। 

এর আগে ত্বকি হত্যা মামলার অপর তিন আসামি মামুন মিয়া, কাজল হাওলাদার, সাফায়েত আলম শিপনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের তদন্ত তালিকায় তাদের নাম ছিল বলে র‍্যাব জানায়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শিপন ও মামুনকে ৬ দিন এবং কাজলের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তাদের র‍্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ বিকালে নগরের শায়েস্তাখান রোডসহ সুধীজন পাঠাগারে যাওয়ার পর থেকে ত্বকি নিখোঁজ হয়। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনি এলাকা থেকে ত্বকির লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় ত্বকীর পিতা রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বিআরইউ

 

Link copied!