Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪,

আধিপত্য বিস্তারের জেরে লোহাগড়ায় ২সহোদর খুন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

সেপ্টেম্বর ১১, ২০২৪, ০৭:০৫ পিএম


আধিপত্য বিস্তারের জেরে লোহাগড়ায় ২সহোদর খুন

নড়াইলের লোহাগড়ার  চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আপন দুই ভাই নিহত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চরমল্লিকপুর গ্রামে আইয়ুবের মোড়ে  কালাম হুজুরের দোকানের পার্শ্বে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ওই গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের বাসিন্দা ও নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমানের সাথে একই গ্রামের বাসিন্দা লোহাগড়া  উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম এর সমর্থকদের মাঝে বিরোধ চলছিলো।

 নিহতদের বড় ভাই মল্লিকপুর  ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুরাদ শেখ জানান, বুধবার  সকালে খান মাহমুদ পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। দুর্বৃত্তরা কুপিয়ে সামাদ শেখের ছেলে মিরান শেখ(৪৪) ও জিয়ারুল শেখ(৪১) কে হত্যা করে। এসময় কুপিয়ে জখম করা হয় অপর ভাই ইরান শেখ (৫২) কে। সে ঢাকায় চিকিৎসাধীন।

লোহাগড়া থানার ওসি(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। দোষীদের গ্রেফতারে অভিযান চলছে।

লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, নিহতরা বিএনপি পরিবারের সদস্য। যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম আওয়ামী লীগ ক্যাডার বাহিনী নিয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অভিযুক্ত যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম পলাতক থাকায় যোগাযোগ করা যায়নি।

বিআরইউ

Link copied!