Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ভূঞাপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:৫৩ এএম


ভূঞাপুরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর মতবিনিময়

টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার কর্মপরিষদের সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশনের টাঙ্গাইল জেলার সভাপতি মাওলানা আব্দুস সালাম, পৌর জামায়াতে ইসলামী পৌর শাখার আমির ও অবসরপ্রাপ্ত আর্মি মো. শাহজাহান সরকার, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলম প্রামাণিক, সহ-সভাপতি সিরাজুল ইসলাম কিসলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ভুঁইয়া, অর্থ সম্পাদক মামুন সরকার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কোরবান আলী তালুকদার, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান, কার্যকরী সদস্য আল আমিন শোভন, মো. নাসির উদ্দিন, সাংবাদিক মুহাইমিনুল ইসলাম হৃদয়, আলমগীর হোসেন, তৌফিকুর রহমান মানিক, শফিউর রহমানসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন- পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক নুরুর রহমান তালুকদার সেলিম।

ইএইচ

Link copied!