Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

যৌথ বাহিনীর অভিযানে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণা প্রতিনিধি:

সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৭:২০ পিএম


যৌথ বাহিনীর অভিযানে ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ

নেত্রকোণার কলমাকান্দার উমরগাঁও নতুন বাজারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে সীমান্ত দিয়ে আনা ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাঁও নতুন বাজার গ্রামের মো. আনোয়ার ইসলামের গুদামে এ অভিযান পরিচালনা করা হয়।

নেত্রকোণার দায়িত্ব প্রাপ্ত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দারের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধ ভাবে চোরাই পথে আমদানি করা ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির আনুমানিক সিজার মূল্য ১৮ আঠারো লক্ষ টাকা। জব্দকৃত চিনি বিজিবির নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিআরইউ

Link copied!