Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

মনপুরায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

মনপুরা (ভোলা) প্রতিনিধি:

মনপুরা (ভোলা) প্রতিনিধি:

সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৯:১৬ পিএম


মনপুরায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

‘শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই’ এই স্লোগানকে সামনে রেখে দ্বীপজেলা ভোলার মনপুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ‍‍’র কেন্দ্র ঘোষিত ১৩ দফা দাবি বাস্তবায়নে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মনপুরা উপজেলা অডিটরিয়ামে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সভাপতি মুফতি এনায়েত উল্লাহ নুর নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ইউনুছ আহমদের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক এইচ.এম নাহিদ হাসান শাহীনের সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা এ.বি.এম জাকারিয়া।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা আবু ইউছুফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলার প্রশিক্ষণ সম্পাদক মুফতি নুর উদ্দীন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ভোলা দক্ষিণ জেলার  সভাপতি মাওলানা ছালাউদ্দীন বেলালী, ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আলী আজগর আল মাহমুদ ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এ.বি.এম জাকারিয়া বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সকল আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করেন। দেশের করোনা ইস্যুতে লাশ দাফন, রোহিঙ্গা ইস্যু, বন্যা কবলিত বিভিন্ন ইস্যুতের ত্রাণ তৎপরতা, জুলাই আগস্ট এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সকল অঙ্গ সহযোগী সংগঠন বিশেষ ভূমিকা পালন করেন, এতে আন্দোলনে ছাত্র সহ অঙ্গ সংগঠনের ১৭ জন এবং ৭৮ জন আলেম শাহাদাত বরণ করেন এবং প্রায় ৫ শতাধিক কর্মী আহত অবস্থায় চিকিৎসাধীন এখনো আছেন।

গত ৫ আগস্ট স্বৈরাচার পতনের পর ইসলামী আন্দোলনের পীর সাহেব চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতি বিচার বিশ্লেষণ করে দেশ সংস্কারের ১৩ দফা দাবি প্রস্তাব করেন। দাবি আদায়ের মহানগর এবং উপজেলা পর্যায়ে গণসমাবেশের আহ্বান করেন। প্রধান অতিথি তার বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কে পীর সাহেব চরমোনাই ঘোষিত PR পদ্ধতি নির্বাচন সহ ১৩ দফা দাবি বাস্তবায়নের আহ্বান করেন।

গণসমাবেশে আরোও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলার জয়েন্ট সেক্রেটারি ডাক্তার ইবরাহীম খলীল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ আহ্বায়ক মাওলানা হারুনুর রশীদ, শিক্ষক ফোরাম সভাপতি মাষ্টার কামাল উদ্দীন, যুব আন্দোলন সভাপতি মুফতি আব্দুর রহীম, যুব আন্দোলন সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, যুব আন্দোলন অর্থ সম্পাদক আব্দুর রহমান রুবেল, ছাত্র আন্দোলন সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু ইউছুফ, উপজেলা মার্কাজ মসজিদের খতীব মুফতি ইউছুফ, এছাড়া উপস্থিত ছিলেন ডাক্তার আব্দুল মোতালেব, হাফেজ মাকসুদুর রহমান,, হাজী আবু সাঈদ, হাফেজ আব্দুল হালিম, মাওলানা আব্দুল মতিন ফয়জি, মাওলানা ইলিয়াছ, মুহাম্দ আলাউদ্দীন, মাওলানা আবুল বাশার, মাওলানা হাফিজুর রহমান, হাফেজ আব্দুল কাইয়ুম, হাফেজ রিয়াজুল ইসলাম, মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মনির হোসাইন, হাফেজ রাকিবুল ইসলাম, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ মঈনুল ইসলাম মুহিন সহ স্থানীয় দায়িত্বশীল ও  বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক প্রমুখ।

বিআরইউ

Link copied!