Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সাগরে ট্রলারডুবিতে চরফ্যাশনের ৭ জেলে নিখোঁজ

ভোলা প্রতিনিধি:

ভোলা প্রতিনিধি:

সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০২:৩১ পিএম


সাগরে ট্রলারডুবিতে চরফ্যাশনের ৭ জেলে নিখোঁজ

ভোলার চরফ্যাশনের ঢালচরের দক্ষিণ বঙ্গোপসাগর মোহনায় ১০ মাঝিমাল্লা নিয়ে মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে, দুর্ঘটনায় ৩ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও ৭ জেলে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাগর বঙ্গোপসাগর মোহনা থেকে মাছ শিকার করে ঢালচর মাছ ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোড়ে পরে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক সাগরে থাকা অপর জেলেদের সহায়তায় দুর্ঘটনার পরপরই নিখোঁজ জেলেদেরকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে ট্রলার মালিকপক্ষ থেকে জানানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে জেলেদের নামপরিচয় জানা যায়নি,তবে এসব জেলেরা ঢালচর ও চর মানিকা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

ট্রলার মালিক আবদুস সালাম হাওলাদার জানান, বৃহস্পতিবার তার মালিকানাধীন মাছ ধরা ট্রলারটি ১০ মাঝি মাল্লা নিয়ে সাগরে মাছ শিকারে যায়। শুক্রবার বিকেলে ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে ১০ জেলে নিয়ে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়। সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে উদ্ধার করতে সক্ষম হলেও এখনও ৭ জেলে নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে ৩টি ট্রলার সাগরে ছেড়ে গেছে।

ঢালচর ঘাটের কয়েকজন জেলে জানান, গত বৃহস্পতিবার সকালে ঢালচর ঘাট থেকে আকতার মাঝি ১০ জন জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যান। দু’দিন সাগরে থাকার পর বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সাগর থেকে ঢালচর ঘাটে ফেরার পথে উত্তাল ঢেউয়ের তোপে পড়ে আকতার মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। সাগরে থাকা অপর জেলেরা ৩ জেলেকে জীবিত উদ্ধার করলেও ৭ জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, ট্রলার ডুবির বিষয়টি আমাকে জানানো হয়নি। তবে খোঁজ খবর নিচ্ছি। চর মানিকা জোনের নৌ-কন্টিজেন কমান্ডার মো. সানোয়ার হোসেন জানান, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে উদ্ধার অভিযানে যাওয়া হবে।

বিআরইউ

Link copied!