Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ছবি তুলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০২:৩১ পিএম


ছবি তুলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ছবি তুলতে গিয়ে ফেরার পথে সুফল আহমেদ (১৭) ও মো. মুন্না (১৬) নামে ২ জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও ১ জন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে রাতে মারা যায়।

শুক্রবার বিকালে ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শম্ভুপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুফল ভৈরবপুর উত্তর পাড়া দুর্জয় মোড় বাসস্ট্যান্ডে এলাকার স্বপন মিয়ার ছেলে ও অপরজন পৌর শহরের গাছতলা ঘাট এলাকার মো. আতাউল্লাহ’র ছেলে মো. মুন্না।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার (ওসি) মো. সাজু মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সড়কে যানচলাচল স্বাভাবিক করি। ঘাতক ট্রাক ও সিএনজি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

ইএইচ

Link copied!