Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধি-কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা প্রতিনিধি:

সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৩:৪২ পিএম


সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধি-কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দৈনিক আমার সংবাদের প্রতিনিধিদের নিয়ে কর্মপরিকল্পনা ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় আমার সংবাদের জেলা প্রতিনিধির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমার সংবাদের জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদের সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা।

দেবহাটা উপজেলা প্রতিনিধি এম.এ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলারোয়া উপজেলা প্রতিনিধি তাজউদ্দীন আহমদ রিপন, কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম শাহারিয়ার, শ্যামনগর উপজেলা প্রতিনিধি আশিকুজ্জামান লিমন।

আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধির কার্যালয়ে সকল উপজেলা প্রতিনিধিদের উপস্থিতিতে একটি যুগোপযোগী কর্ম পরিকল্পনা উত্থাপন করেন কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি ও কমিউনিটি মিডিয়ার মাস্টার ট্রেইনার সেলিম শাহারিয়ার। কর্মপরিকল্পনার মধ্যে মাঠ পর্যায়ে উপজেলা প্রতিনিধিদের দ্রুত সমন্বয় সাধন, সঠিক তথ্য উদ্‌ঘাটন, ক্রসচেক পদ্ধতি ও পত্রিকার সার্বিক উন্নয়নে অর্থনৈতিক মুক্তিতে বিজ্ঞাপনের গুরুত্বারোপ করা হয়েছে। সকল উপজেলা প্রতিনিধি ও জেলা প্রতিনিধি এই কর্মপরিকল্পনার উপর আলোচনা রাখেন।

জলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন তার বক্তব্যে বলেন, জনগণের কল্যাণে বিগত দিনে সাতক্ষীরার দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কথা আমরা তুলে ধরেছি এবং আগামীতে আমরা গ্রামের প্রতিটি বাড়ির তথ্য তুলে ধরতে চাই। আমরা চাই আমার সংবাদ পত্রিকাটি আরো গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাক। তিনি সকল উপজেলা প্রতিনিধিদেরকে আরো গুরুত্ব সহকারে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দৈনিক আমার সংবাদের সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা ভিডিও কনফারেন্সে সাতক্ষীরা জেলার প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, আমার সংবাদ পত্রিকাটি আরো সুন্দর ও তথ্য সমৃদ্ধ করার জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করেছি। সমাজের সর্বস্তরের মানুষের কথা যেমন পত্রিকাতে পাওয়া যায় তেমনি অর্থনৈতিক মুক্তির কথা আরো গুরুত্ব সহকারে উঠে আসে এব্যাপারেও গুরুত্ব দিতে হবে।

তিনি আরো বলেন, পত্রিকার মান উন্নয়ন ও বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে আমাদের কর্ম পরিকল্পনা থাকা জরুরি। চতুর্থ শিল্প বিপ্লবের যুগে তথ্যের অবারিত দ্বার উন্মোচন করা জরুরি। আমরা সেই লক্ষ্যে অগ্রসর হচ্ছি। অচিরেই আমরা আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব। 

বিআরইউ

Link copied!