Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইটনায় জামায়াতে ইসলামীর পথসভা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৩:৪৬ পিএম


ইটনায় জামায়াতে ইসলামীর পথসভা

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভার আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল ১০টায় ইটনা বাজার নদীর পাড় সংলগ্ন মাঠে ইটনা উপজেলা জামায়াতের আমির আবুল হোসেনের সভাপতিত্বে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রমজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন।

তিনি বলেন, আর কোন শক্তি এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না।

বলেন, গত ১৬ বছর বাংলাদেশে কোন ভোট হয়নি। এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে সমান অধিকার ভোগ করবে। বিগত দিনে বাংলাদেশ সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই সব শহীদ ও আহত পরিবারের দায়িত্ব আমাদের নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের সঙ্গে ছিল, আছে এবং থাকবে।

আওয়ামী লীগকে উদ্দেশ্যে করে অধ্যাপক রমজান আলী বলেন, জামায়াতকে ভয় দেখিয়ে কোন লাভ নেই। জামায়াতকে যারা নিষিদ্ধ করেছিল ৫ আগস্ট ১৮ কোটি মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এখন যে আওয়ামী লীগ তা শেখ মুজিবের আওয়ামী লীগ নয়। এটা হলো লুঠপাটের আওয়ামী লীগ। জামায়াতকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। বিগত দিনে জামায়াতের হাজার হাজার নেতাকর্মী মামলার স্বীকার হয়েছে। শান্তিতে ঘরে ঘুমাতে পারেনি।

সাবেক ছাত্রশিবির নেতা অ্যাডভোকেট রোকন রেজা, কিশোরগঞ্জ জেলার জামায়াতের কর্মী কৃষ্ণ চন্দ্র বসাক, কিশোরগঞ্জ জেলার সহকারী সেক্রেটারি সামছুল আলম সেলিম, জামায়াত নেতা মোশারফ হোসেন লোকমান, জামায়াত নেতা মাওলানা আব্দুস সালাম, ইটনা উপজেলা জামায়াতের সেক্রেটারি এ.কে.এম নুরুল্লাহ, হাফেজ আব্দুন নূর প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!