Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নবাবগঞ্জে বখাটের পেট্রোলে দগ্ধ দিনমজুরের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৫:২৫ পিএম


নবাবগঞ্জে বখাটের পেট্রোলে দগ্ধ দিনমজুরের মৃত্যু

ঢাকার নবাবগঞ্জে বখাটের দেওয়া পেট্রোলে দগ্ধ হওয়ার ৫ দিন পর মো. জাহিদ (২৮) নামে এক দিনমজুর মারা গেছেন।

শনিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনাটি উপজেলার কৈলাইল ইউনিয়নের নয়াকান্দা গ্রামের। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন নিহতের বাবা।

নিহত জাহিদ উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামের মো. কামালের ছেলে। সে দিনমজুরের কাজ করতো।

নিহতের বাবা মো. কামাল বলেন, খারাপ কাজ না করায় বখাটেরা আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মমিন বলেন, দিনমজুরের মৃত্যুর বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

ইএইচ

Link copied!