Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

দিনাজপুরে সংঘর্ষে তিনজন আহত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৬:৩০ পিএম


দিনাজপুরে সংঘর্ষে তিনজন আহত

বালু মহালের চাঁদার টাকাকে কেন্দ্র করে বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দিনাজপুরের ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান।

শুক্রবার রাতে চিরিরবন্দর উপজেলার খেরকাঠি বাজারে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্য দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গুরুতর আহত বালু ব্যবসায়ী চৌধুরী আশিকুজ্জামান আশিক ওরফে প্লাবন অভিযোগ করেন, চিরিরবন্দর এলাকার পলাশডাঙ্গী ঘাটের বালুর নেয়ার সময়, নয় নম্বর ভিয়াল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ তার কাছ থেকে হুমকি দিয়ে পাঁচ লাখ টাকা নেয়। এবার অন্য একটি ঘাটের ডাক নিলে চেয়ারম্যান নয় লাখ টাকা দাবি করে। এর মধ্য তিন লাখ টাকা দেয় ভুক্তভোগী, বাকী ছয় লাখ টাকা পরে দেয়ার প্রতিশ্রুতি দেয়।

ইতিমধ্যে চেয়ারম্যানের লোকজনের একটি অংশ টাকার পরিমাণ কম পাওয়ায় বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান মিঞার কাছে চেয়ারম্যানের চাঁদা নেয়ার বিষয়টি জানায়। এ ঘটনা জানতে পেরে অভিযুক্ত চেয়ারম্যানকে চাঁদার টাকা ফিরিয়ে দেয়ার নির্দেশ দেন আখতারুজ্জামান মিঞা।

প্লাবন অভিযোগ করে আরও বলেন চেয়ারম্যানের লোকজন টাকা ফিরিয়ে দিলেও তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এ ঘটনার জেরেই চেয়ারম্যানের ছোট ভাই দলবল নিয়ে হামলা চালায়।

এ সময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে প্লাবনের পেট, পা, ও পিঠে গুরুতর জখম হয়। এছাড়া তার সঙ্গে থাকা আরও তিনজন আহত হয়।

তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে দুই জনের অবস্থা গুরুতর।

ইএইচ

Link copied!