রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৭:২৭ পিএম
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৭:২৭ পিএম
আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিমের সঙ্গে প্রেসক্লাব রামপালের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে বিগত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় তিনি হাসিনা সরকারের নৃশংসতায় হাজার হাজার আহতদের সুস্থতা কামনা করে বলেন, অন্তর্বর্তী সরকারের ন্যস্ত করা দায়িত্ব যথাযথভাবে পালন করা হবে। কারো প্রতি কোন অবিচার করা হবে না। সাংবিধানিকভাবে যে কোন অভিযুক্ত ব্যক্তির ন্যয় বিচার নিশ্চিত এবং মানবিক আচারণ করা হবে। একতরফাভাবে কারো ন্যায়সংগত অধিকারে হস্তক্ষেপ করা হবে না। বৈষম্যবিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের তালিকা করা হচ্ছে। তাদের পরিবারের সদস্যরা ট্রাইব্যুনালে অভিযোগ করলে তাদের আইনি সহযোগিতা করা হবে।
এ সময় বক্তব্য দেন, মোল্যা রহমাতুল্লাহ, প্রেসক্লাব রামপালের সভাপতি এম সবুর রানা, সিনিয়র সহ-সভাপতি মোতাহার হোসেন মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক তারিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সরদার মহিদু্ল ইসলাম, সদস্য এ এইচ আমিনুল হক নান্টু প্রমুখ।
ইএইচ