শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৭:৩৭ পিএম
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৭:৩৭ পিএম
সাতক্ষীরার শ্যামনগরে গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে এবং স্বেচ্ছাসেবী যুব সংগঠন সিডিওর সার্বিক সহযোগিতায় সম্পূর্ণ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত শ্যামনগর মডার্ন স্কুলে বিরতিহীনভাবে চোখের রোগী দেখেন গ্রামীণ চক্ষু হাসপাতালের ডাক্তার সুষ্মিতা মন্ডল ও ডা. পলেন মন্ডলসহ হাসপাতালের অন্যানা সদস্যরা।
শ্যামনগর সরকারি মহসিন কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক ও সিডিওর নির্বাহী কমিটির সভাপতি শাহানা হামিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন শ্যামনগর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।
সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- মডার্ন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ, গ্রামীণ চক্ষু হাসপাতালের প্রশাসনিক সহকারী মো. মনিরুজ্জামান, ক্যাম্প অর্গানাইজার আরাফাত হোসেন, সিডিওর ফিল্ড অর্গানাইজার রুবিনা পারভীন, হুজাইফা আল বাদশা, সিডিওর সিনিয়র ভলান্টিয়ার হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, আব্দুল্লাহ আল মামুন, সাদি, সুমাইয়া কামাল, সুমাইয়া সুমু, রাইহানুল ইসলাম, আহাদুল্লাহ তরফদার, রাজু হাসান রাজা, মুনতাকিমুল ইসলাম রুহানি, ইদ্রিস হোসেন, শাহিন হোসেন, হাসানুর রহমান মুন্না, সামিয়া খাতুন, রাজিয়া খাতুন, সিয়াম, শাহারিয়ার, ইদ্রিস আলী, আল আমিন সহ অনেকে।
এ সময় বাছাইকৃত রোগীদের গ্রামীণ চক্ষু হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় হাসপাতালে নিয়ে যান। রবিবার এসমস্ত রোগীদের গ্রামীণ চক্ষু হাসপাতালে অপারেশন কার্যক্রম সম্পন্ন করা হবে।
ইএইচ