Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

পাঁচবিবিতে বিএনপির সম্প্রীতি সভা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৭:৫৭ পিএম


পাঁচবিবিতে বিএনপির সম্প্রীতি সভা

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সকল ধর্মের লোকদের অংশগ্রহণে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার বিনধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. আইনুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে সম্প্রীতি সভাটি হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. গোলজার হোসেন।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো. মাসুদ রানা প্রধান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- পাঁচবিবি থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, পৌর বিএনপির যুগ্ন-আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, বাগজানা ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু মাস্টার, কুসুম্বা ইউনিয়ন বিএনপির সম্পাদক আব্দুল মতিন মাস্টার, সাবেক যুবদল নেতা ওবায়দুর রহমান সুইট, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুজ্জামান মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা হোসেন রাব্বি, পৌর কৃষকদলের আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসেন আপেলসহ অনেকেই।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন।

ইএইচ

Link copied!