Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মধুপুরে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির দোয়া

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৫, ২০২৪, ১২:০১ এএম


মধুপুরে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে বিএনপির দোয়া

টাঙ্গাইলের মধুপুরে কোটা আন্দোলন নিহতদের স্মরণে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মধুপুর উপজেলার ৭নং আলোকদিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়নের দিগরবাইদ বাজার মাঠে জনসভায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় আলোকদিয়া ইউনিয়ন যুবদল ও কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. মেহেদী হাসান মিঞ্জু, মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক সদস্য মো. হাবিবুর রহমান, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিনহাজুর রহমান নান্নু।

এছাড়াও পৌর বিএনপি নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, মহিলাদল ও অন্যান্য সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত, আহত ও সৃষ্ট বন্যায় নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. তোফাজ্জল হোসেন তোতা।

ইএইচ

Link copied!