Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

জিএম কাদেরের মামলা প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি প্রতিনিধি:

সেপ্টেম্বর ১৭, ২০২৪, ০৭:৩৮ পিএম


জিএম কাদেরের মামলা প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরের বিরুদ্ধে মামলায় অন্তর্ভুক্তির প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় পার্টি।

মঙ্গলবার দুপুরে জেলা জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি, জাতীয় শ্রমিক পার্টি,  জাতীয় মহিলা পার্টি, জাতীয় কৃষক পার্টি, জাতীয় যুব মহিলা পাটির আয়োজনে, জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।

জেলা জাতীয় যুব সংহতির সভাপতি শ্রী সুকুমার চন্দ্র রায়ে সভাপতিত্বে, এসময় কেন্দ্রীয় সদস্য জাতীয় পার্টির আরফান আলী, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক প্রজেস চাকমা, জাতীয় স্বেচ্ছাসেবক পাটির এস কে মো. সাইফুল ইসলামসহ দলটির নেতাকর্মীরা উপস্থতি ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন নেতারা।

আরএস

 

 

Link copied!