Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিনামূল্যে চিকিৎসা সেবা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

পার্বত্যাঞ্চল প্রতিনিধি:

সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০১:০৪ পিএম


মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিনামূল্যে চিকিৎসা সেবা

বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে পিছিয়ে পড়া পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা,চিকিৎসা, যোগাযোগ, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সেনাবাহিনী মানবিক সহায়তা প্রদান করে আসছে তারই ধারাবাহিকতায় গুইমারা রিজিয়নের আওতায় মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালের দিকে  নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  মাটিরাঙ্গা জোনের  উদ্যােগে পাহাড়ে পিছিয়ে পড়া অসহায় পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক লে.কর্নেল মো.কামরুল হাসান পিএসসি।

Displaying IMG_20240918_231119.jpg

ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল  অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরি ও বেসরকারি দন্ত চিকিৎসক কাজী সালাউদ্দিন (শাকিল) প্রায় ছয়শত পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

এছাড়াও,  এলাকার উন্নয়ন ও বেকার যুবক,যুবতিদের কর্মসংস্থানের জন্য জোন কর্তৃক পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ সেন্টারের ২৩ জন পাহাড়ি ও বাঙালি প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান, তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ২০টি স্কুল ব্যাগ ও ২০ টি ছাতা প্রদান, এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারকে ৬ বান ঢেউটিন ও ১০ টি পরিবারকে কৃষিপণ্য (বীজ ও সার) প্রদান করা হয়েছে।

এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান ও উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, ক্যাপ্টেন মাহমুদুল হাসান হিমেল উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা জোন অধিনায়ক  সকলের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের পাহাড়ি এবং বাঙালিদের মাঝে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সু-সসম্পর্ক বিদ্যমান রয়েছে। যা সত্যিই প্রশংসার দাবিদার। আপনারা এই সুসম্পর্ক বজায় রাখবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।

বিআরইউ
 

Link copied!