Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

যমুনা সার কারখানা চালুর দাবিতে মানববন্ধন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৪:৪১ পিএম


যমুনা সার কারখানা চালুর দাবিতে মানববন্ধন

দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম তারাকান্দি যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় সার উৎপাদনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে যমুনা সার কারখানার প্রধান গেটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল সরিষাবাড়ী উপজেলা শাখা ও যমুনা সার কারখানা আঞ্চলিক শাখার উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিকে সর্মথন জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরিষাবাড়ী উপজেলা শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরিষাবাড়ী-তারাকান্দি-ভুয়াপুর প্রধান সড়কে  ঘণ্টাব্যাপী এ মানববন্ধন সমাবেশ করে।

বক্তব্য দেন- জামালপুর জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি চান মিয়া চানু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, মনিরুজ্জামান আদম, খোরশেদ আলম, শফিকুল ইসলাম, আবুল হোসেন, আকন্দ মো. সেকান্দর আলী, রাশেদুল ইসলাম লিটন ও মহিউদ্দিন বক্তব্য রাখেন।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থক ও জেএফসিএল শ্রমিক কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!