Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

৪ নেতা গুমের ঘটনায় সাবেক এসপি আমেনাসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৬:০২ পিএম


৪ নেতা গুমের ঘটনায় সাবেক এসপি আমেনাসহ ৬৭ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ীতে আওয়ামী লীগের ৪ নেতাকে গুমের অভিযোগে নরসিংদীর সাবেক পুলিশ সুপার আমেনা বেগম ও নরসিংদী- ৫ (রায়পুরা) আসনের সাবেক সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ রাজুসহ মোট ৬৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে গুম হওয়া আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমানের বড় ভাই সফিউল্লাহ বাদী হয়ে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

নরসিংদী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার পিংকি সিআইডি নরসিংদীকে অভিযোগটি তদন্ত করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন- নরসিংদী জেলা পুলিশের সাবেক এসপি আমেনা বেগম, সাবেক এএসপি (রায়পুরা সার্কেল) বেলাল হোসেন, সাবেক ওসি আজহারুল ইসলাম, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, তৎকালীন সহকারী কমিশনারসহ (ভূমি) আরও ৬৩ জন পুলিশ ও আওয়ামী লীগের নেতা।

নরসিংদী সিআইডির পুলিশ সুপার মাহফুজা আক্তার বলেন, আমাদের হাতে এখনও মামলার কপি আসেনি। যদি আজকে মামলা দায়ের করা হয়ে থাকে, তাহলে ২-৩ দিন পর পোস্ট অফিসের মাধ্যমে আমাদের কাছে আসবে।

ইএইচ

Link copied!