Amar Sangbad
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪,

পাবনা মেডিকেল কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সফিক ইসলাম, পাবনা

সফিক ইসলাম, পাবনা

সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৮:৩২ পিএম


পাবনা মেডিকেল কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনের মধ্যদিয়ে উদযাপন করা হচ্ছে পাবনা মেডিকেল কলেজের (পিএমসি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এর মধ্যে ছিল পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি কেক কাটাসহ নানা মনোমুগ্ধকর আয়োজন।

বুধবার সকালে প্রথমে জাতীয় ও কলেজের পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

পরে কলেজ ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‍্যালিটি ক্যাম্পাস এলাকা ঘুরে কলেজের মিলনায়তন গিয়ে শেষ হয় এবং সেখানে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মেডিকেল কলেজের প্রিন্সিপাল অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস, কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. আখতারুল আলম আজাদ, সাধারণ সম্পাদক ডা. সিরাজুল ইসলাম শুভ, উদযাপন কমিটির সদস্য সচিব ডা. খো. মেহেদী ইবনে মোস্তফা, আহ্বায়ক ডা. মাসউদুর রহমান প্রিন্সসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সকল শিক্ষার্থী।

রাতের আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবনির্বাচিত শিক্ষক সমিতির পরিচিতি।

ইএইচ

Link copied!