Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা

সিলেট ব্যুরো:

সিলেট ব্যুরো:

সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০২:১৭ পিএম


সিলেট জেলা যুবদলের কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যুবদল সিলেট জেলা শাখার ২৯১ সদস্য বিশিষ্ট ও সিলেট মহানগর শাখার ৩০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।

যুবদলের দফতর সম্পাদক নূরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে কেন্দ্রীয় দফতর সেল থেকে প্রকাশ করা হলো।

সিলেট জেলা যুবদলের ২৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হয়েছেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ মকসুদ আহমদ। সিলেট মহানগর যুবদলের সভাপতি হয়েছেন শাহনেওয়াজ বখত চৌধুরী তারেক এবং সাধারণ সম্পাদক হয়েছেন মির্জা মো. সম্রাট হোসেন।

এছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- খোকন রঞ্জন দে, মো. সুহেল আহমদ, আবদুল কাদির জিলা, এনামুল হক এনাম, কয়ছর হোসেন, আহবাব হোসেন আহবাব, মো. সোনাহর আলী সুহেল, ফয়সল আহমদ, মোহাইমিনুল ইসলাম সুহেল, জায়েদ আহমদ, মো. খলিলুর রহমান, আবদুর রহমান কয়েস, মো. আবু শিপু চৌধুরী, মো. আক্কাস মিয়া, শাহজাহান আহমদ জুয়েল, জয়ফুর রহমান পারভেজ, এমএ সামাদ তাপাদার বাবেল, মো. নুরুল কিবরিয়া, মো. সাহাব উদ্দিন, নিজামুল কাদির চৌধুরী লিপন, সাইফুল ইসলাম শামীম, মো. মাসুদ আলী মাসুম, জইন উদ্দিন আহমদ, আতিকুর রহমান লিটন, মাসুক আহমদ, শেখ বাবরুল হোসেন, মো. মনোয়ার হোসেন খলিল, আলী আজম চৌধুরী, মো. মুরাদ হোসেন, আবদুল জলিল সামাউন, শেখ খলিলুর রহমান সাঈদ, সায়েফ আহমদ, রাকিব আহমদ দারা, বিল্লাল মিয়া, মো. মিজানুর রহমান মিজান, জালাল আহমদ, জাহাঙ্গীর আহমদ ও এবি কালাম।

বিআরইউ

Link copied!