Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

লালমনিরহাটে রেলওয়ের কাছে ১৪ দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৫:২৩ পিএম


লালমনিরহাটে রেলওয়ের কাছে ১৪ দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

দুর্নীতি, অনিয়ম ও দায়িত্বে অবহেলায় ১৪ দফা দাবিতে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার কার্যালয়ের মূল ফটকে আন্দোলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীরা ১৪ দফা দাবির অবস্থান সম্পর্কে জানতে গেলে বিভাগীয় ম্যানেজারের দেখা না পেলে চওড়া হয়ে উঠেন।

গত ১৪ আগস্ট লিখিতভাবে দাবিগুলো সংস্কারের জন্য আবেদন জানান। তার পর থেকে কোনো ধরনের শুরাহা না হলে আজকে আবার শিক্ষার্থীরা সেখানে গেলে কোন ধরনের কোন কর্মকর্তা সারা না পেলে আন্দোলন শুরু করেন তারা।

এ সময় শিক্ষার্থীদের হয়ে নেতৃত্ব দেন আরমান আসিফ, হামিদুল ইসলামসহ অনেকেই।  

আন্দোলনকারীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের দফা বাস্তবায়ন না হলে এর চেয়ে কঠোর কর্মসূচি তারা আহ্বান করবেন।

ইএইচ

Link copied!