Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইটনায় পাঁচ পীরের মাজারে দোয়া ও সভা

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৬:১৬ পিএম


ইটনায় পাঁচ পীরের মাজারে দোয়া ও সভা

হযরত মোহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে ইটনা উপজেলা সদরে মির্দাহাটি গ্রামে পাঁচ পীর মাজারে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় আলোচনা সভায় বক্তব্য দেন, ভাটি এলাকার তরুন বক্তা রাকিব ঠাকুর আল হাবিবি।

উপস্থিত ছিলেন- ইটনা উপজেলার সাংবাদিক মো. শাহেদ আলী, বিশিষ্ট সমাজসেবক মমরোজ খাঁ, পাঁচ পীরের মাজারের খাদেম মো. কামাল মিয়া, মাজার ভক্ত অর্জুন সাহা।

পাঁচ পীর মাজারের ভক্ত অনুসারীদের উপস্থিতিতে দোয়া পরিচালনা করেন, ইটনা নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম আতশি।

ইএইচ

Link copied!