Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ধামইরহাট থানায় নতুন ওসির যোগদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৬:৩১ পিএম


ধামইরহাট থানায় নতুন ওসির যোগদান

নওগাঁর ধামইরহাট থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রাইসুল ইসলাম।

বুধবার রাতে তিনি আনুষ্ঠানিকভাবে থানায় যোগদান করেন। এর আগের ওসি মো. বাহাউদ্দিন ফারুকী নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে বদলি হয়েছেন।

এ বিষয়ে নতুন ওসি রাইসুল ইসলাম জানান- ধামইরহাট থানায় যোগদানের পূর্বে আমি দিনাজপুর জেলা বিশেষ শাখায় কর্মরত ছিলাম। এছাড়া বিভিন্ন থানায় পুলিশ প্রশাসনে অনেক গুরুত্বপূর্ণ অভিযানে নেতৃত্ব দিয়েছেন পাশাপাশি ২০১০ সালে ধামইরহাট থানায় পুলিশের উপ-পরিদর্শক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে গেছি।

আবারো ওসি হিসেবে এখানে যোগদান করতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি। আশা করি উপজেলার মানুষদের সেবায় কাজ করতে পারব। ভয়াবহ মাদকসহ নানান অপকর্ম থেকে উপজেলার যুবসমাজকে রক্ষার্থে সকলের নিকট সহযোগিতা কামনা করেন তিনি।

ইএইচ

Link copied!