Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাঙামাটির কর্ণফুলী পেপার মিলসে কাগজ উৎপাদন শুরু

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৬:৪৭ পিএম


রাঙামাটির কর্ণফুলী পেপার মিলসে কাগজ উৎপাদন শুরু

দীর্ঘ দুই মাসের অধিক সময় বন্ধ থাকার পর বুধবার রাত সাড়ে ৮টা থেকে রাঙামাটির কাপ্তাইয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন কর্ণফুলী পেপার মিলস (কেপিএমে) পুনরায় কাগজ উৎপাদন শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সকালে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হাকিম জানান, কাঁচামাল সংকটের কারণে গত ২০ জুলাই থেকে প্রায় ২ মাসেরও অধিক সময় ধরে কাগজ উৎপাদন কাজ বন্ধ ছিল। ইতিমধ্যে সব সংকট কাটিয়ে আমরা বুধবার রাত সাড়ে ৮টা থেকে কেপিএম কাগজ মিলে পুনরায় উৎপাদন কাজ শুরু করতে সক্ষম হয়েছি।

বলেন, বর্তমানে মিলসের কাগজ উৎপাদনে কাঁচামাল হিসেবে পাল্প ব্যবহার করে কাগজ তৈরি করা হচ্ছে। প্রথম ধাপে কেপিএম ৮ মেট্রিকটন কাগজ উৎপাদন করেছে। আশা করা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে।

এদিকে কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, বুধবার রাত থেকে কেপিএম আবারও কাগজ উৎপাদনে ফিরেছে। আমরা শ্রমিক কর্মচারী সকলের পক্ষ থেকে শিল্প উপদেষ্টা, বিসিআইসি কর্তৃপক্ষ এবং কেপিএম কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।

ইএইচ

Link copied!