Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪,

এলেঙ্গায় চিপস কারখানাকে ভোক্তা অধিকারের ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৬:৫৯ পিএম


এলেঙ্গায় চিপস কারখানাকে ভোক্তা অধিকারের ১০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তদারকিমূলক অভিযান চালিয়ে কালিহাতী উপজেলার এলেঙ্গায় একটি চিপস কারখানাকে বিভিন্ন অভিযোগে ১০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করেছেন।

বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে উপজেলার এলেঙ্গায় একটি তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধ প্রক্রিয়ায় বিভিন্ন ব্রান্ডের মোড়কে চিপস তৈরি করা, চিপসে আয়োডিন বিহীন লবণ ব্যবহার করা, নোংরা পরিবেশ থাকায় ফাতেমা ফুড প্রোডাক্টসকে প্রশাসনিক ব্যবস্থায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠান তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ স্বীকার করে ভবিষ্যতে সংশোধন হবেন মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করেন।

এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মেনে চলার অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।

এ তদারকিমূলক অভিযানে সহায়তা করেন জেলা পুলিশের একটি টিমসহ সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি জেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ার হোসেন, কালিহাতী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর।

জনস্বার্থে এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট অধিদপ্তর জানিয়েছে।

ইএইচ

Link copied!