Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

বেকারদের কর্মসংস্থানের দাবিতে যুব অধিকার পরিষদের ৭ দফা দাবি

পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর প্রতিনিধি:

সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৮:০৫ পিএম


বেকারদের কর্মসংস্থানের দাবিতে যুব অধিকার পরিষদের ৭ দফা দাবি

বেকারদের কর্মসংস্থানসহ ৭ দফা দাবিতে সমাবেশ করেছে যুব অধিকার পরিষদ। শুক্রবার বিকেলে “দয়া নয় কর্ম চাই, বাঁচার মতো বাঁচতে চাই” স্লোগানকে সামনে রেখে পিরোজপুর পুরাতন বাস স্ট্যান্ড এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা জনাব ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন বলেন, ‘দেশের অধিকাংশ তরুণ সমাজকে কর্মহীন রেখে কোনো দেশ ডিজিটাল বা স্মার্ট হতে পারেনা। দেশে বিদেশে ভিপি নুরের জনপ্রিয়তায় ভয় পেয়ে আওয়ামী লীগ অপপ্রচার চালাচ্ছে।’

সমাবেশে যুব অধিকার পরিষদ ৭ দফা দাবি জানায়। এর মধ্যে রয়েছে; কর্মসংস্থানকে মৌলিক অধিকার হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে।

প্রতিবছর অন্তত ২৫ লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে। চাহিদা ভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে।

আবেদন ফি, ঘুস, প্রভাবশালীর রেফারেন্স, জামানত, বয়সসীমা মুক্ত চাকরির ব্যবস্থা করতে হবে। সরকারি বেসরকারি চাকরির সকল বৈষম্য দূর করতে হবে।

ইউনিয়নভিত্তিক প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে স্থানীয় উৎপাদন উপযোগী জনশক্তি তৈরি করতে হবে।’

শিক্ষা বা প্রশিক্ষণ সার্টিফিকেট জামানতে সুদবিহীন ঋণ প্রদান করতে হবে। কর্ম ও ঋণ আওতার বাইরের সকলের জন্য বেকার ভাতা দিতে হবে।

এছাড়া সমাবেশ থেকে দাবি জানানো হয়, শিক্ষিত প্রতিবন্ধীদের যোগ্যতা অনুসারে শতভাগ চাকরি নিশ্চিত করতে হবে, অশিক্ষিত অসহায় প্রতিবন্ধীদের স্বাভাবিক জীবন ধারণের জন্য উপযুক্ত বরাদ্দ দিতে হবে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারিভাবে প্রশিক্ষণ, প্রশিক্ষিতদের রাষ্ট্রীয় অর্থায়নে বিদেশে প্রেরণ, বিদেশে প্রেরণের সকল স্তরে গুরুত্বপূর্ণ নাগরিক (ভিআইপি) হিসেবে স্বীকৃতি দিতে হবে।

মো. জিয়াউল হাসান সাবেক সভাপতি ছাত্র অধিকার পরিষদ বি এম কলেজ বরিশাল ও সমন্বয় পিরোজপুর জেলা সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন মাও. কালিমুল্লাহ ইউসুফ, সাধারণ সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, হাকিম মো. কামাল হোসেন

সহ সভাপতি গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, মো. সিরাজ খান আরিফ সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা। মো. সবুর খান সহ -সাংগঠনিক সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, মো. মোস্তফা কামাল অপু, দপ্তর সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, মোসা. ফেরদৌস আরা জান্নাত অর্থ সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা, মো. হাফিজুল ইসলাম শ্রম ও কর্ম সংস্থান সম্পাদক গণঅধিকার পরিষদ পিরোজপুর জেলা। এছাড়া যুব অধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন। মো. বেল্লাল মিয়া সাধারণ সম্পাদক যুব অধিকার পরিষদ পিরোজপুর জেলা। মো. নুরুল ইসলাম রাসেল যুগ্ম সাধারণ যুব অধিকার পরিষদ পিরোজপুর জেলা

মো. সামসুল হক খোকন সাংগঠনিক সম্পাদক, মো. ইমাম হাসান সভাপতি শ্রমিক অধিকার পরিষদ পিরোজপুর জেলা, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, তোফাজ্জল অত্যন্ত ভালো একটি ছেলে, সে দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন যাপন করছে, সে কখনো চুরির কোন ঘটনার সাথে জড়িত ছিল না।

কিন্তু কেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে শিক্ষার্থীরা বর্বরতা ও পাশবিক নির্যাতন করে জীবন্ত মানুষটাকে মেরে ফেলেছে। এরা শিক্ষা জাতির কলঙ্ক‌। কলঙ্কিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে । আমরা পিরোজপুর বাসীর পক্ষ থেকে তাকে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছে।

আরএস


 

Link copied!