Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সোনারগাঁয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সেপ্টেম্বর ২০, ২০২৪, ০৯:০৮ পিএম


সোনারগাঁয়ে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে কর্মী সমাবেশ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা এমপি প্রার্থী আলহাজ আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার (২০ সেপ্টেম্বর ) উপজেলার জামপুর ইউনিয়নে মালিপাড়া স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাহিদ মল্লিক‍‍`র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, প্রধান বক্তা হিসেবে ছিলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম (টিটু), পৌর বিএনপির সভাপতি শাহ জাহান মেম্বার, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূইয়া মাসুম, কাচপুর ইউনিয়ন বিএনপি সভাপতি হাজী সেলিম হক রুমি, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, শম্বুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর আলম ও সনম্মাদি ইউনিয়ন বিএনপির সভাপতি সাফির উদ্দিন মজনু।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভুঁইয়া, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাউছার মিয়া, যুবদল নেতা সামির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মোর্শেদ মোল্লা সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরএস
 

Link copied!