Amar Sangbad
ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪,

তিন পার্বত্য জেলায় ‘সিএইচটি ব্লকেড’, রাঙামাটিতে পরিবহন ধর্মঘট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ২১, ২০২৪, ১২:০৫ পিএম


তিন পার্বত্য জেলায় ‘সিএইচটি ব্লকেড’, রাঙামাটিতে পরিবহন ধর্মঘট

পাহাড়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথ অবরোধ চলছে। 

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে ‘সিএইচটি ব্লকেড’ নামে এই অবরোধ শুরু হয়।

জানা যায়, অবরোধে তিন জেলায় দূরপাল্লার কোনো যানবাহন চলছে না। শুক্রবার ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার’ ব্যানারে ৭২ ঘণ্টার এই অবরোধের ডাক দেয়া হয়।

অন্যদিকে রাঙামাটিতে বাস, ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন মালিক সমিতি। এদিন সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

পাহাড়ি ও বাঙালি সেটেলারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত খাগড়াছড়ি ও রাঙামাটিতে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭২ জন। এছাড়া সংঘর্ষের সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিআরইউ

Link copied!