Amar Sangbad
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪,

কুড়িগ্রামে গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম প্রতিনিধি:

সেপ্টেম্বর ২১, ২০২৪, ১২:৩০ পিএম


কুড়িগ্রামে গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামে ৩২.৭ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন– নাগেশ্বরী ১নং নেওয়াসি ইউনিয়নের গাগলা বলদীটারী (মাস্টারপাড়া) গ্রামস্থ মাদক কারবারি মো. মফিজুল ইসলাম (৪০)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জেলা পুলিশ মিডিয়া জানায়, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস টিম গত বৃহস্পতিবার রাতভর অভিযান পরিচালনা করে নাগেশ্বরী ১নং নেওয়াসি ইউনিয়নের গাগলা বলদীটারী (মাস্টারপাড়া) গ্রামের মাদক কারবারি মো. মফিজুল ইসলাম (৪০) কে তার নিজ বাড়ি থেকে ৩২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। 

প্রযুক্তিগত উৎকর্ষতা, দীর্ঘদিন পর্যবেক্ষণ ও সম্মানিত নাগরিকদের তথ্যের ভিত্তিতে পুলিশের এই টিম মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রুহুল আমীন বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

এসকে/ বিআরইউ

 

Link copied!