Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৪, ০২:৪৪ পিএম


কুয়াকাটা ভ্রমণ শেষে ফেরার পথে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

ফরিদপুরের নগরকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিতাস শেখ (১৮) ও উৎস মোল্লা (১৭) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। তারা দুই বন্ধু কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষ করে বাড়িতে ফিরছিলেন।

রোববার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের নড়াইলমুখী নগরকান্দা উপজেলার কান্দি নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত তিতাস শেখ নড়াইলের কালিয়া উপজেলার ফুলদার গ্রামের রবিউল শেখের ছেলে ও উৎস মোল্লা উপজেলার বজুমামপুর গ্রামের সাবু মোল্লার ছেলে।

সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এম এ নোমান বলেন, তারা দুই বন্ধু কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষ করে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে নগরকান্দার কান্দি নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ইএইচ

Link copied!