Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভারতের সঙ্গে নীরবতার দিন শেষ হয়ে গেছে: পানিসম্পদ উপদেষ্টা

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৩:৩৬ পিএম


ভারতের সঙ্গে নীরবতার দিন শেষ হয়ে গেছে: পানিসম্পদ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওনা হাসান বলেছেন, ভারতের সঙ্গে নীরবতার দিন শেষ হয়ে গেছে, সরকারি পর্যায়ে যদি কোন নীরবতা থেকে থাকতো, নিষ্ক্রিয়তা থেকে থাকতো সেই সময়টা এখন আর নেই।

রোববার সকালে ফেনীর পরশুরাম উপজেলার মীর্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক কেটে দেওয়া বল্লারমুখ বাঁধ পরিদর্শনে এসে পানিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।  

তিনি বলেন, নদীর পানি শুধু রাজনীতি নয়, এটা কূটনীতি ও অর্থনীতিও অংশ। জনগণের টাকা দিয়ে সমস্যা দেখতে এসেছি। জনগণের নিকট জানতে এসেছি, তারা কী সমাধান চায়। স্থানীয় জনসাধারণ বলেছে প্রতিবেশী দেশ বাঁধ কেটে দেয়ায় তারা বন্যায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

এ সময় তার সঙ্গে ছিলেন- ফেনী জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

এরপর তিনি ফেনী নদীর ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর পরিদর্শনে রওনা করেন।

এছাড়া বিকালে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সাম্প্রতিক বন্যা ও ভাঙন রোধে করণীয় শীর্ষক গণশুনানীতেও অংশ নিবেন বলে জানা গেছে।

ইএইচ

Link copied!