Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪,

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি

সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৩:৪০ পিএম


রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

রাঙামাটি ও খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় জারিকৃত ১৪৪ ধারা অবশেষে সাড়ে ৪৫ ঘণ্টা পর প্রত্যাহার করে নিয়েছে জেলা ম্যাজিস্ট্রেট (জেলা প্রশাসক) মোহাম্মদ মোশারফ হোসেন খান।

রোববার সকাল ১১টায় ১৪৪ধারা প্রত্যাহার করা হয়।

এদিকে ১৪৪ ধারা প্রত্যাহার করলেও জেলায় দ্বিতীয় দিনের মতো রাঙামাটি পরিবহণ মালিক সমিতির ধর্মঘট এবং পাহাড়িদের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি এখনো চলমান রয়েছে।

রাঙামাটি পরিবহণ মালিক সমিতির নেতৃবৃন্দরা জানিয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কোন যোগাযোগ হয়নি। যে কারণে তাদের এ কর্মসূচি এখনো চলমান রয়েছে।

এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মো. এরশাদ হোসেন চৌধুরী জেলা শহরের ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেন। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অবরোধ এবং ধর্মঘটের কারণে রাঙামাটির পর্যটন নগরী সাজেকে ভ্রমণে গিয়ে আটকা পড়েছেন আট শতাধিক পর্যটক। সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ এমন তথ্য নিশ্চিত করেছেন।

ইএইচ

Link copied!