Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত নয়নের দাফন

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৩:৫৭ পিএম


বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত নয়নের দাফন

বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে যোগ দিয়ে গুলিবিদ্ধ হওয়ার প্রায় দেড় মাস পর শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন নয়ন মিয়া।

২৬ বছর বয়সী নয়ন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা গ্রামের লোকমান হোসেনের ছেলে।

গত ৪ আগস্ট রাজধানীর কাঁঠালবাগান এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। ওই দিনই তাকে ভর্তি করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নয়নের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম নামাজে জানাজা ও পরে রাজধানীর নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

সকাল দশটায় নিজ গ্রাম দক্ষিণ গোবধায় তৃতীয় নামাজে জানাজা শেষে নিহতের মরদেহ দাফনের কথা রয়েছে।

নয়ন মিয়া রাজধানীর কাঁঠাল বাগান এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

ইএইচ

Link copied!