Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশ থেকে নারীর লাশ উদ্ধার

সোনারগাঁ প্রতিনিধি

সোনারগাঁ প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৪:৪৭ পিএম


সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ের পাশ থেকে নারীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ এশিয়ান হাইওয়ের পাশ থেকে ফাতেমা বেগম (৫০) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এশিয়ান হাইওয়ের পাশে ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

নিহত ফাতেমা বেগম বন্দর উপজেলার লাঙ্গলবন্দ দশদোনা এলাকার আব্দুল করিম মিয়ার স্ত্রী।

নিহত ফাতেমার ছোট ছেলে সাইফুল ইসলাম জানান- তার মা শনিবার বিকালে তার ছোট মেয়ের জামাই নান্টু মিয়ার সাথে মদনপুরে কিস্তিতে টাকা তুলতে গিয়েছিলেন। তার পর থেকেই তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরেও ফাতেমার কোন সন্ধান না পেয়ে তারা বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন- লাশের ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।

ইএইচ

Link copied!