Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মহেশপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৫:৩৪ পিএম


মহেশপুরে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামী ২৮ সেপ্টেম্বর  ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য দেবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

সমাবেশ সফল করতে শনিবার সকালে ঝিনাইদহের মহেশপুর অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ দবীর উদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরফদার মাহামুদ তৌফিক বিপু, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. নান্নু মিয়া, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, মহেশপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুজ্জামান কাজল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ আহাদ প্রমুখ।

ইএইচ

Link copied!