Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

নেত্রকোণায় শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

সেপ্টেম্বর ২২, ২০২৪, ০৫:৫৬ পিএম


নেত্রকোণায় শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

‘দশম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’ এ স্লোগানকে সামনে রেখে প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার দুপুর ১২টার দিকে নেত্রকোণা পিটিআইয়ের বিটিপিটি প্রশিক্ষণার্থীরা জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রেসক্লাবের সামনে এসে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে এক দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তব্য দেন, খালিয়াজুরি উপজেলার ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জাকিয়া আক্তার, কেন্দুয়া উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইসরাত নুর শিলা, আটপাড়া উপজেলার পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল আলম, খালিয়াজুরি উপজেলার পাঁচহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী জাবেদ, পূর্বধলা উপজেলার হলুদাটি-কাকুড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা ও খালিয়াজুরি উপজেলার বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজহারুল হকসহ অন্যান্য প্রশিক্ষণার্থী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।

ইএইচ

Link copied!